bangla news

আটপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৫ ৮:৫১:০৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়ায় সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ঝালমুড়ি বিক্রেতার বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (২৫ আগস্ট) বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে সাদ্দামের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিযুক্ত সাদ্দাম উপজেলার ইছাইল গ্রামের দুলাল মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ঝালমুড়ি দোকানদার।

শিশুটির বাবার অভিযোগ, ঝালমুড়ি বিক্রেতা সাদ্দাম শনিবার (২৪ আগস্ট) দুপুরে মেয়েকে ঝালমুড়ি খাওয়ানো লোভ দেখিয়ে গ্রামের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। সেসময় মেয়ের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সাদ্দাম দৌঁড়ে পালিয়ে যায়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া বাংলানিউজকে জানান, শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত সাদ্দামের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।  শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   নেত্রকোণা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-25 20:51:08