ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
মাদারীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন তেলের পাম্পের পাশের নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মনির হোসেন (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, পুরাতন বাসস্ট্যান্ডে তেলের পাম্পের পাশে ফয়সাল ট্রেডার্সের মালিকের নির্মাণাধীন ভবনের চার তলায় সেন্টারিংয়ের কাজ করছিলেন মনির। এসময় হঠাৎ বাঁশ ও কাঠের তৈরি মাচা ভেঙে নিচে পড়ে যান তিনি।

সহকর্মীরা দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির প্রায় ১২ বছর ধরে রাজমিস্ত্রীর কাজ করে আসছিলেন। তিনি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া এলাকার শামসু শেখের ছেলে।  

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মাহবুব আবির বলেন, নির্মাণাধীন একটি ভবনের উপর থেকে পড়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। আমরা চেকআপ করে দেখি তিনি মারা গেছেন। তার মাথায় প্রচণ্ড আঘাত ছিল।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।