ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যান্ত্রিক ত্রুটি, বিমানের ফিরতি হজ ফ্লাইট বিঘ্নিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
যান্ত্রিক ত্রুটি, বিমানের ফিরতি হজ ফ্লাইট বিঘ্নিত

ঢাকা: উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রী পরিবহনে শিডিউল বিপর্যয় হয়েছে। এতে করে সৌদি আরবে চরম দুর্ভোগে পড়েছেন দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজিরা। 

বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে রোববার (২৫ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছু সংখ্যক হাজিকে সময় মতো ঢাকায় ফেরৎ আনার কার্যক্রম বিঘ্নিত হয়েছে।

বিমান কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ও নিজ খরচেই ওইসব হাজিদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়ার পাশাপাশি অতি দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করছে।  

তাই হজের ফিরতি ফ্লাইটের যাত্রীদের আত্মীয়-স্বজনদের উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
টিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।