ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
বান্দরবানে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

বান্দরবান: বান্দরবানে বাসের ধাক্কায় ইমরান হোসেন জনি (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে বান্দরবান-রাঙামাটি সড়কের বালাঘাটা রোয়াংছড়ি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত পুলিশ কনস্টেবল বান্দরবান পুলিশ লাইন্সের আরআই অফিসে কর্মরত ছিলেন এবং তার বাড়ি ফেনী জেলায়।


 
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কনস্টেবল জনি বালাঘাটার পুলিশ লাইন্স থেকে বান্দরবান যাওয়ার পথে রোয়াংছড়ি স্টেশন এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক ভুইয়া বাংলানিউজকে জানান, বাসের ধাক্কায় পুলিশ সদস্য জনি নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।
  
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।