ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভবনের উপর থেকে নির্মাণসামগ্রী পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ভবনের উপর থেকে নির্মাণসামগ্রী পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নির্মাণাধীন একটি ভবনের উপর থেকে নির্মাণসামগ্রী পড়ে বাহাদুর মিয়া (৪৫) ব্যাপারী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বোরবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাহাদুর রংপুরের বদরগঞ্জ উপজেলার কচুয়া পাড়া গ্রামের বাসিন্দা।

তিনি ওই নির্মাণাধীন ভবনে থেকেই শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাহাদুরের সহকর্মী আশরাফুল জানান, সকালের দিকে বাহাদুর নির্মাণাধীন  ভবনের নিচে কাজ করার সময় উপর থেকে কিছু নির্মাণসামগ্রী তার ওপরে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, বাহাদুরের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ