ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে শিবচরে ৪ জনসহ মাদারীপুরে ৮ জনের মৃত্যু হলো।

শনিবার (২৪ আগস্ট) রাতে উন্নত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সুমি আক্তার উপজেলার কাঁঠালবাড়ী ঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০ আগস্ট জ্বরে আক্রান্ত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সুমি। পরে পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে।

শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় নেওয়ার উদ্দেশে রওনা করা হলে পথে তার মৃত্যু হয়। সুমির ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে।  

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী ভর্তি আছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad