bangla news

রোববার এয়ার অ্যাম্বুলেন্সে আজিজের মরদেহ আসবে কমলনগরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৫ ৫:২৬:৪৭ এএম
নিহত সেনা সদস্য আবদুল আজিজের ফাইল ফটো

নিহত সেনা সদস্য আবদুল আজিজের ফাইল ফটো

লক্ষ্মীপুর: সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য আবদুল আজিজের (৩৫) মরদেহ রোববার (২৫ আগস্ট) সকালে বগুড়া থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আসবে।

এ দিন সকাল ০৯টায় বগুড়া ক্যান্টনমেন্টে তার প্রথম জানাজা হওয়ার কথা। এর পরে আববহাওয়া অনুকূলে থাকলে এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ পৌঁছানো হবে কমলনগরে।

আজিজের মরদেহ গ্রহণ করতে তার বড় ভাই সেনা সদস্য মো. আবদুল্লাহ বগুড়ার পথে রয়েছেন। তার সহকর্মী সেনা সদস্য হারুন অর রশিদের কাছ থেকে এ তথ্য পাওয়া যায়।

শনিবার (২৪ আগস্ট) সকালে সৈয়দপুর ক্যান্টনমেন্টে যাওয়ার পথে গাইবান্ধা-বগুড়ার সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আজিজ।

পরে তার মরদেহ উদ্ধার করে বগুড়া ক্যান্টনমেন্টে রাখা হয়।

আজিজ কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের নুরুল হুদা মাস্টারের ছেলে। তিনি বান্দরবানে সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন>> সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য আজিজ নিহত

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসআর/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   লক্ষ্মীপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-25 05:26:47