ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নান্দাইলে দুই পরিবারের সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
নান্দাইলে দুই পরিবারের সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গরু কলাগাছ খাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষে নাঈম (১৫) নামে আহত কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের আলীহরগাতি গ্রামে আক্কাছ আলীর একটি গরু প্রতিবেশী আব্দুল জলিলের একটি কলাগাছ খেয়ে ফেলে।

এ নিয়ে দু’পরিবারের মধ্যে সংঘর্ষ হলে আব্দুল জলিলের ছেলে নাসির উদ্দিন গরুটির মালিক আক্কাছ আলীর ছেলে নাঈমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় নাঈমের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, এ ঘটনায় নাছির উদ্দিন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।