ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধানমন্ডি-যাত্রাবাড়ীতে লার্ভা পাওয়ায় জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ধানমন্ডি-যাত্রাবাড়ীতে লার্ভা পাওয়ায় জেল-জরিমানা

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকার বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় জেল-জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ আগস্ট) অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা এবং মশার প্রজনন সহায়ক পরিবেশ পাওয়ায় বাড়ি বা স্থাপনার সংশ্লিষ্টদের এ শাস্তি দেওয়া হয়।  

ডিএসসিসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি ১২/এ সড়কে একটি কোম্পানির নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ওই কোম্পানির সুপারভাইজার পলাশকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

এছাড়া সেখানকার আরও একটি বাড়িতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে যাত্রাবাড়ীর চারটি বাড়িতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ওই বাড়িগুলোর মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া।  

এছাড়া, সদরঘাট, আজিমপুর, পল্টন এলাকায়ও চলে ডিএসসিসির এডিস মশার লার্ভাবিরোধী অভিযান।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।