ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলতি অর্থবছরে সিসিকের বাজেট ৭৯০ কোটি টাকা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
চলতি অর্থবছরে সিসিকের বাজেট ৭৯০ কোটি টাকা! সিসিকের লোগো

সিলেট: প্রায় ৭৯০ কোটি টাকার আয় এবং সমপরিমাণ ব্যয় ধরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে বলে জানা গেছে।

শনিবার (২৪ আগস্ট) কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার (২৫ আগস্ট) সকাল ১১টায় বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।    

সিসিকের জনসংযোগ শাখা সূত্র জানায়, নগরের হোটেল স্টার প্যাসিফিক হল রুমে এ বাজেট পেশ করবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এবারের বাজেটে সম্পর্কে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচনী ইশতেহারে নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতির আলোকে আসন্ন বাজেট প্রণয়ন করা হচ্ছে। সিলেট সিটি করপোরেশন জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত একটি অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান। নগর এলাকার যত উন্নয়ন কর্মযজ্ঞ সবই জনগণের কল্যাণে। তাই এবারের বাজেট হবে একটি গণমুখী বাজেট।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।