ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে চেতনা ও মূল্যবোধ ধ্বংস হয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে চেতনা ও মূল্যবোধ ধ্বংস হয়

ঢাকা: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সব শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে বরিশাল বিভাগ সমিতি। শনিবার (২৪ আগস্ট ) বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি ও সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

প্রধান আলোচক ছিলেন বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।

আলোচনায় অংশ নেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল, কোষাধ্যক্ষ শামসুদ্দিন খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, মহিলা সম্পাদিকা শিখা চক্রবর্তী, সকালের সময়ের বার্তা সম্পাদক মহিউদ্দিন আহমেদ স্বপন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মুর্শিদা আখতার নাহার, নারী নেত্রী ফেরদৌসী বেগম, মিতা বেগম, এলিজা রহমান, শিলা বেগম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, জাতীয় গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, বরিশাল বিভাগ সমিতি কামরাঙ্গীচর থানা কমিটির সভাপতি বজলুর রহমান, ন্যাপ ভাসানীর যুগ্ম সম্পাদক নসুরাত হক, সাংবাদিক মাহে আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও আব্দুর রব সেরনিয়াবাতকে সপরিবারে হত্যা মানে বাংলাদেশের উন্নয়ন, চেতনা এবং মূল্যবোধকে ধ্বংস করা।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৯
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।