ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালনের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালনের ঘোষণা যাত্রী কল্যাণ সমিতির লগো

ঢাকা: যাত্রী অধিকার প্রতিষ্ঠা, অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি বন্ধ, গণপরিবহনে যাত্রী সেবার মান উন্নয়ন ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সড়কে যাত্রীদের নিরাপত্তায় বিষয়ে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন। 

শনিবার (২৪ আগস্ট) সকালে নগরীর সেগুনবাগিচাস্থ এক রেস্টুরেন্টে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যাত্রী কল্যাণ সমিতি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দেশের যাত্রী অধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা সৃষ্টি, গণপরিবহন মালিক ও শ্রমিকদের আরও দায়িত্বশীল করার লক্ষ্যে প্রতিবছর ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিবসটি উদযাপনের লক্ষ্যে এবছর রোড সেইফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানকে আহ্বায়ক এবং কনসাস কনজুমার্স সোসাইটির নির্বাহী পরিচালক পলাশ মাহমুদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ উপলক্ষে আয়োজিত হবে জাতীয় পর্যায়ে একটি আলোচনা সভা।

সভায় উপস্থিত ছিলেন রোড সেইফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান, কনসাস কনজুমার্স সোসাইটির নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সম্পাদক ইনজামুল হক, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, যাত্রী অধিকার আন্দোলনের মুখপাত্র মাহমুদুল হাসান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইবনুল সাঈদ রানা, যাত্রী কল্যাণ সমিতির সহ-সভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব এম. মনিরুল হক প্রমুখ।

বাংলাদেশের সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
আরকেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।