bangla news

ডিসির ‘ভিডিওর ঘটনা’ জানার চেষ্টায় মন্ত্রিপরিষদ বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৪ ৮:৩২:৫৭ পিএম
বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকার

ঢাকা: এক নারীর সঙ্গে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের ‘খাস কামরা’র ‘ভিডিও’টি সত্য কি-না, সে বিষয়ে জানার চেষ্টা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) আ. গাফ্‌ফার খান শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, বিভিন্ন লেভেলে বিষয়টি জানতে কাজ হচ্ছে।
 
‘ওই ভিডিওটি, যেহেতু টেকনিক্যাল বিষয়, আইডেন্টিফাই করার বিষয়। ওগুলোর কাজ হচ্ছে।’
 
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাইমারি লেভেলে অনেক কাজ হচ্ছে জানিয়ে অতিরিক্ত সচিব জানান, অন্যান্য এজেন্সিও কাজ করছে।
 
মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলে এ বিষয়ে রোববার (২৫ আগস্ট) সাংবাদিকদের বলা হবে বলে জানান অতিরিক্ত সচিব আ. গাফ্‌ফার খান।
 
সম্প্রতি ফেসবুকে আপলোড করা চার মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওতে জেলা প্রশাসক আহমেদ কবীরের খাস কামরায় যে নারীকে দেখা যাচ্ছে তা সম্প্রতি নিয়োগ পাওয়া পিয়নের বলে স্থানীয়রা শনাক্ত করেছেন।

এদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, জামালপুরের ডিসিকে ওএসডি করা হচ্ছে। রোববার (২৫ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন হবে।
 
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমআইএইচ/এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-24 20:32:57