ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আর্থিক অনুদান পেলো লক্ষ্মীপুরের ২১৮ শিক্ষক-শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
আর্থিক অনুদান পেলো লক্ষ্মীপুরের ২১৮ শিক্ষক-শিক্ষার্থী শিক্ষার্থীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ২১৮ জন শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ১১ হাজার টাকার বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ার আরমান শাকিল ও জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।