ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু 

হবিগঞ্জ: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল কালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে হবিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

নিহত কালাম উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মফিজ উল্লাহর ছেলে।

ইউএনও মঈন উদ্দিন ইকবাল জানান, কিছুদিন আগে কালামের ডেঙ্গু ভাইরাস শনাক্ত হলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছার পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।