bangla news

বরিশালে ১২০ বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৪ ৬:১০:৫০ পিএম
ফেনসিডিলসহ আটক ২ ব্যক্তি। ছবি: বাংলানিউজ

ফেনসিডিলসহ আটক ২ ব্যক্তি। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে ১২০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) সকালে নগরের আলাদা স্থান থেকে তাদের আটক করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ।

আটক দুইজন হলেন- বানারীপাড়া উপজেলার বাসিন্দা মোক্তার সরদারের ছেলে সোহাগ মিয়া (২৯) ও বরগুনা জেলার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে মেহেদি হাসান মনির (৪৩)।

জানা গেছে, শনিবার ভোরে নগরের ডিআইজি অফিসের সামনে চেকপোস্ট বসায় এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় সোহাগকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী নথুল্লাবাদ এলাকা থেকে মেহেদিকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস।

বাংলা‌দেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএস/এসএ

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-24 18:10:50