bangla news

আড়াইহাজারে নছিমনের ধাক্কায় রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৪ ৬:০৯:১৪ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নছিমনের ধাক্কায় আজগর হোসেন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। 

শনিবার (২৪ আগস্ট) উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর হোসেন মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের ওসমানের ছেলে।

পুলিশ জানায়, সকালে রিকশাচালক আজগর হোসেন সালমদী থেকে যাত্রী নিয়ে আড়াইহাজারে রওয়ানা হন। রিকশাটি বগাদী মোড় এলাকায় আড়াইহাজার-গোপালদী সড়কে উঠার সময় পেছন থেকে একটি নছিমন ধাক্কা দিয়ে নছিমন খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নছিমনের নিচে পড়ে রিকশাচালক আজগরের মৃত্যু হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নছিমনচালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   নারায়ণগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-24 18:09:14