ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলনগরে বাজারে আগুন, ৫ দোকান পুড়ে ক্ষয়ক্ষতি ৩৫ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
কমলনগরে বাজারে আগুন, ৫ দোকান পুড়ে ক্ষয়ক্ষতি ৩৫ লাখ টাকা আগুনে পুড়ে গেছে দোকান। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর আন্দারঘর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান, নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও ব্যবসায়ীরা।

শনিবার (২৪ আগস্ট) ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় হাজিরহাট ইউনিয়নের (ইউপি) সদস্য নিজাম উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি জানান।

জানা যায়, পুলিশের একটি টহল দল আগুন দেখে কমলনগর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে জসিমের ফার্মেসি, পল্লী চিকিৎসক গৌতমের হোমিও ওষুধের দোকান, লিটনের সার-কীটনাশকের দোকান, অলি মিস্ত্রির ফার্নিচারের দোকান ও বাবুলের সেলুন পুড়ে ছাই হয়ে যায়।

কমলনগর ফায়ার সার্ভিসের সদস্য মো. নূর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারে আগুন ধরেছিল। খবর পাওয়ার দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।