ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
ঝালকাঠিতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন মেলার উদ্বোধন করছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে সাত দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণের স্টলগুলো ঘুরে দেখেন আমির হোসেন আমু।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফজলুল হক প্রমুখ।

এদিকে মেলা উপলক্ষে পৌর শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।

সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মেলায় ২৫টি স্টলে বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষের চারা ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।