ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
খাগড়াছড়িতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বক্তব্য রাখছেন অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মধ্যে সততা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়নের পথে বড় বাধা। এর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক সচেতনতার পাশাপাশি পরিবার থেকে নৈতিকতা ও সততার শিক্ষা প্রদানে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

সবশেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে ওই কলেজে বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।