ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গু মোকাবিলার জন্য আমাকে সম্মাননা দেওয়া হয়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
ডেঙ্গু মোকাবিলার জন্য আমাকে সম্মাননা দেওয়া হয়নি

হবিগঞ্জ: পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় অবদানের জন্য আমাকে সম্মাননা দেওয়া হয়নি। রাজধানীর এফডিসিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ডেঙ্গু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায়’ বিজয়ী এবং পরাজিত দলকে ক্রেস্ট প্রদান করা হয়। এর অংশ হিসেবে প্রথাগতভাবেই আমাকে সম্মাননা স্মারকটি দেওয়া হয়।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মন্ত্রীপরিষদের সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাও এ ব্যাপারে কাজ করছে। এই উদ্যোগ অব্যাহত থাকবে।  

এ সময় তিনি হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনসহ রাস্তা-ঘাট উন্নয়নের আশ্বাস দেন।  

এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা প্রমুখ।

পরে মন্ত্রী হবিগঞ্জ শহরের পিটিআই এলাকায় নবনির্মিত কিচেন মার্কেটের উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।