ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইয়াসমিন ট্র্যাজেডি দিবসে দিনাজপুরে নেই কোনো কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
ইয়াসমিন ট্র্যাজেডি দিবসে দিনাজপুরে নেই কোনো কর্মসূচি

দিনাজপুর: আগে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস পালন করা হলেও এবছর দিনজারপুরে কোনো কর্মসূচি নেই। শুধুমাত্র ইয়াসমিনের পারিবার কিছু কর্মসূচি পালন করেছে।

জানা যায়, ১৯৯৫ সালের এই দিনে কতিপয় বিপথগামী পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণ ও হত্যার শিকার হয় কিশোরী ইয়াসমিন। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ।

বিক্ষুব্ধ জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন সাতজন। সেদিন থেকেই সারাদেশে একযোগে ২৪ আগস্ট ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

ইয়াসমিন ট্রাজেডি দিবসের কোনো কর্মসূচি না থাকায় জেলার গুণীজনরা ক্ষোভ প্রকাশ বলেন, ইয়াসমিন ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে আমরা দিনাজপুরবাসী একসঙ্গে আন্দোলন করেছিলাম। তখন পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সামু, কাদের, সিরাজসহ সাতজন নিহত হন। আহত হয় প্রায় ৩ শতাধিক মানুষ। আজ সেই দিবসে নারী সংগঠনগুলো কোথায়? তাদের কী কোনো কর্মসূচি নেই? 

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।