ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অস্ত্রসহ শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
অস্ত্রসহ শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য আটক র‌্যাবের হাতে অস্ত্রসহ ডিশ বাদল আটক।

ঢাকা: রাজধানীর মিরপুরের কুখ্যাত শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য ও চাদাঁবাজ আবু হানিফ বাদল ওরফে ডিশ বাদলকে (৩৮) অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শনিবার (২৪ আগস্ট) আটকের বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৪ এর অপারেশন কর্মকর্তা (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, মিরপুরের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নামে যত চাঁদার টাকা উঠানো হয় তার প্রধান সংগ্রাহক ডিশ বাদল।

তিনি বিভিন্ন ব্যবসায়ীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভারতে পলাতক শাহাদাতের কাছে পাঠান।

পরবর্তীতে শাহাদাত এবং বাচ্চু এসব ব্যবসায়ীদের কাছে ভিওআইপির মাধ্যমে কল দিয়ে চাঁদা দাবি করেন। এই অর্থ ডিশ বাদল তার কিছু বিশ্বস্ত লোক দিয়ে আদায় করে এবং তা হুন্ডির মাধ্যমে শাহাদাতের কাছে পাঠান।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।