bangla news

গাজীপুরে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৩ ৬:৫১:৪১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন কড্ডা বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল জানান, কড্ডা বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
আরএস/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-23 18:51:41