ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
বরিশালে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বরিশাল: মধ্য জুলাই থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হওয়া থেকে বর্তমানে রোগীর হার দুই তৃতীয়াংশে নেমেছে। 

গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। আর ৭৫ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

সব মিলিয়ে শুক্রবার (২৩ আগস্ট) ১৪৫ জন রোগী ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এ হাসপাতালে বিভাগের সব জেলা ও উপজেলা থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।  

রোগীর স্বজনরা জানান, এখানে চিকিৎসাসেবা ভালো। তাদের জন্য আলাদা ইউনিট খোলায় বেশ সুবিধা হচ্ছে।

হাসপাতালের সেবিকা নিপা রানী দাস জানান, তারা তাদের সাধ্যমত সেবা দিয়ে রোগীদের সুস্থ করে তুলছেন।

বাংলা‌দেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।