ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেশ পরিচালিত হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেশ পরিচালিত হচ্ছে বক্তব্য রাখছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে বলেই উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আজকে যদি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকতো তাহলে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যেতে পারতো না। বাংলা ভাই সৃষ্টি হতো, মন্দিরে, মসজিদে হামলা হতো, আহসানুল্লা মাস্টার হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটতে থাকতো। এটাই হচ্ছে ধর্মান্ধ গোষ্ঠীর কাজ, মৌলবাদের কাজ। মৌলবাদ নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টায় বিরল উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি এ কথা বলেন।  

প্রধান ধর্মালোচক হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজ।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সুকিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়।  

জন্মষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক সুরজিৎ কুমার রায় বাবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সহ-সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান লিজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি যোগেন্দ্র নাথ রায়, পৌরসভার প্যানেল মেয়র চন্দ্র কান্ত রায় চন্ডি, ধর্মপুর ইউপি চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি অমূল্য কুমার রায় প্রমুখ।  

এর আগে সকালে প্রধান অতিথি উপজেলা পরিষদে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন এবং জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন।  বিকেলে প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের শুভ উদ্বোধন ও জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

বাংলাদেশ সময় ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।