ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে গুলিতে ইউপিডিএফ কমান্ডার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
বাঘাইছড়িতে গুলিতে ইউপিডিএফ কমান্ডার নিহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গুলিতে ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র শাখার কমান্ডার সুমন চাকমা (৫০) ওরফে লাকির বাপ নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটস্থ উজোবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে আইএসপিআর’র সহকারী তথ্য অফিসার এসএম শামীম আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নিহত সুমন চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলার বাঘাইহাট সেনা জোন দোপাতা এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। অভিযানের বিষয়টি বুঝতে পেরে সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি করে। আত্মরক্ষার্থে টহল দলটিও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে সুমন চাকমা ওরফে লাকির বাপ নিহত হন। পরে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসরাফিল বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় পুলিশের যেতে সময় লাগছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।