ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় সাপের ছোবলে বেদে দম্পতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
সাতক্ষীরায় সাপের ছোবলে বেদে দম্পতির মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিষধর সাপের ছোবলে এক বেদে দম্পতির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ আগস্ট) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- একলু মিয়া (৩৫) ও তার স্ত্রী আলিনা খাতুন।

তারা যশোর জেলার বারোবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, একলু মিয়া ও তার স্ত্রী আলীপুর নতুনবাজার এলাকায় তাবু টাঙিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনগত রাতে তারা ঘুমালে বিষধর একটি সাপ তাদের দু’জনকে ছোবল দেয়। এ অবস্থায় রাতে স্থানীয় ওঝা দিয়ে তাদের ঝাড়-ফুঁক করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে ওই দম্পতিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কিছু সময় পরই একলু মিয়ার মৃত্যু হয়।  

এদিকে, উন্নত চিকিৎসার জন্য বেলা ১১টার দিকে আলিনাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।  

সাতক্ষীরা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, বিষধর সাপের ছোবলে বেদে একলু মিয়ার মৃত্যু হয়েছে। পরে তার স্ত্রীকে খুলনায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।