bangla news

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৩ ১২:৪৫:৫৩ পিএম
শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে শহরের লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনে থেকে বিশ্ব শান্তির কামনায় আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। 
 
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিধান কানুনগো, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে প্রমুখ। এছাড়াও এতে সহস্রাধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন।
 
পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। 

সকাল থেকে মন্দির প্রাঙ্গণে চণ্ডিপাঠ, গীতাপাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা ও রাতে কৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এডি/আরবি/ 

ক্লিক করুন, আরো পড়ুন :   খাগড়াছড়ি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-23 12:45:53