ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
গার্মেন্টস শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি সমাবেশে গার্মেন্টস শ্রমিকরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গত ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গার্মেন্ট শ্রমিকদের মজুরি আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের নামে যেসব মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে  জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ এ দাবি জানান সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।

তিনি বলেন, শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা হোক।

এজন্য সংশ্লিষ্ট মালিক, সরকার, প্রশাসন এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি আরও বলেন, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গার্মেন্ট শ্রমিকদের মজুরি আন্দোলনকে কেন্দ্র করে ৭ হাজার ৪৫৮ জন শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ১০৪টি কারখানা থেকে চাকরিচ্যুত করা হয়েছে ১২ হাজার ৪৩৬ জন শ্রমিককে। গ্রেফতার করা ৭৫ জন শ্রমিক জামিন পেলেও প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হচ্ছে তারা। এর বাইরে নিহত একজন শ্রমিকের পরিবার এখন পর্যন্ত উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আক্তার, কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভিন, আলেয়া বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।