ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুর থেকে অপহৃত ব্যক্তি মাদারীপুরে উদ্ধার, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
মিরপুর থেকে অপহৃত ব্যক্তি মাদারীপুরে উদ্ধার, আটক ৪

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে অপহরণের চারদিন পর মাদারীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব)। এ সময় অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গত চারদিন আগে এক ব্যক্তি মিরপুর থেকে প্রাইভেটকারসহ অপহৃত হন।

ঘটনার তদন্তে র‌্যাব-৪ অপহরণকারীদের শনাক্ত করে মাদারীপুরে অভিযান চালায়। মাদারীপুরের শিবচর থানা এলাকায় পদ্মার দুর্গম চরের কাঁশবন থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ অপহরণ চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টায় র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।