bangla news

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধ, বর-কনের বাবার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৩ ৪:২৮:২০ এএম
বর ও কনের বাবা

বর ও কনের বাবা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদরে একটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন। এই বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে যথাক্রমে দুই বছর ও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর সাবানিয়া গ্রামে বাল্যবিয়ের আয়োজনটি পণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন বরের বাবা সাবানিয়া গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মো. ময়েজ উদ্দিন (৫৭) ও কনের বাবা শিবগঞ্জ উপজেলার গোলাপের হাট সতের রশিয়া চামা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে আকলেশ (৪৫)।

ইউএনও আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ময়েজকে দুই বছর এবং আকলেশকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-23 04:28:20