ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউনিমার্ট-ব্লুবেরিকে ১২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
ইউনিমার্ট-ব্লুবেরিকে ১২ লাখ টাকা জরিমানা দুই প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গুলশানস্থ সুপারশপ ইউনিমার্টকে পাঁচ লাখ এবং হোটেল ব্লুবেরিকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসির পৃথক দুই অভিযানে প্রতিষ্ঠান দু’টিকে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ইউনিমার্টকে এবং আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বাধীন আদালত ব্লুবেরি হোটেলকে এ জরিমানা করেন।

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং নির্দিষ্ট তাপমাত্রায় তরল দুধ না রাখার অপরাধে ইউনিমার্টকে জরিমানা করা হয়।

  আর গুলশান ৯০ নম্বর রোডে বেঙ্গল ব্লুবেরি হোটেলকে জরিমানা করা হয়  অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা, খাবারে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন সস ব্যবহারের অপরাধে।  

ভ্রাম্যমাণ আদালত চলাকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা বাহার বিউটি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসএইচএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।