ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
জামালপুরে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে দুইজন ও ঝড়ের কবলে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জোড়খালী ইউনিয়নের পৃথক দুটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জোড়খালী ইউনিয়নের সবুজপুরের বাসিন্দা নাজির হোসেন (৬০), খিলকাঠি গ্রামের টিপু মিয়ার ছেলে সরোয়ার হোসেন (১৫) ও নামাপাড়া গ্রামের রাসেল (২২)।

সবুজপুরের বাসিন্দা গোলাম মোস্তুফা বাংলানিউজকে জানান, বৃদ্ধ নাজির হোসেন খেওয়ারচর বাজারে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়েন। তখন প্রচণ্ড বাতাসের কারণে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার বাংলানিউজকে জানান, খিলকাঠি গ্রামের সরোয়ার বৃষ্টির সময় বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায়। তখন বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে, নামাপাড়া গ্রামের রাসেল মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।