ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় তিন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
কুমিল্লায় তিন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয় তিনটি ফার্মেসিকে। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে কুমিল্লা নগরীর তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলার প্রশাসক মো. আবুল ফজল মীরের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম এ  অভিযান পরিচালনা করেন।

জানা যায়, নগরীর বাদুরতলায় অবস্থিত ঔশী মেডিক্যাল হলকে ওষুধ আইন ১৯৪০ এর ১৮ (এ) ও ২৭ ধারায় ১০ হাজার টাকা,  কান্দিরপাড়ে অবস্থিত ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা ও  মেসার্স কাশেম ড্রাগ হাউজকে ৫  হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘন্টা, আগস্ট ২২, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।