ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে আটক ১ র‌্যাবের হাতে আটক গুজব ছড়ানোর ব্যক্তি, ছবি: বাংলানিউজ

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে গুজব ছড়ানোর দায়ে মানসুর আহম্মদ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, আটক মানসুর ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার মিথ্যা তথ্য প্রচার করতেন।

তিনি মন্ত্রী, সংসদ সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে অশ্লীল, মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য-ছবি পোস্ট এবং শেয়ার করে অপপ্রচার চালিয়ে আসছিলেন।

একইসঙ্গে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব প্রচার করে আসছিলেন। আটক মানসুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর আশরাফুল হক।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।