ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক স্ত্রীকে হত্যায় মঠবাড়িয়ায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
সাবেক স্ত্রীকে হত্যায় মঠবাড়িয়ায় একজনের যাবজ্জীবন

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক স্ত্রী রাবেয়া আক্তারকে হত্যার দায়ে সাগর সরদারকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শিংয়া গ্রামের আব্দুল হালিম মৃধার মেয়ে রাবেয়া আক্তারের 
সঙ্গে ভোলার মনপুরা উপজলোর সাকুচিয়া গ্রামের নাদের সরদারের ছেলে সাগর সরদারের বিয়ে হয়।

২০১৬ সালের প্রথম দিকে রাবেয়া সাগরকে তালাক দেন। তালাক দেওয়ার পরেও সাগর রাবেয়ার বাড়িতে গিয়ে তাকে জোর করে নিয়ে যেতে  চাইতেন। কিন্তু রাবয়ো সাগরের সঙ্গে যেতে রাজি হতেন না। ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাতে রাবেয়া ঘর থেকে বের হলে সাগর রাবেয়াকে ছুরিকাঘাত করেন। পরে রাবেয়াকে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হালিম মৃধা বাদী হয়ে স্থানীয় থানায় সাগরকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ ‍শুনানি শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ