ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শোক দিবস উপলক্ষে রিহ্যাবের রক্তদান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
শোক দিবস উপলক্ষে রিহ্যাবের রক্তদান কর্মসূচি দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি পালন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর সোনারগাঁ রোডস্থ রিহ্যাব কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

অনুষ্ঠানে নসরুল হামিদ বিপু বলেন, জাতির পিতা শুধুমাত্র স্বাধীনতা অর্জনই নয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিশ্বের দরবারে সমহিমায় প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করেছেন।

এসময় জাতির জনকের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি পালন করায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবকে ধন্যবাদ।

রিহ্যাব কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কামরুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, সিনিয়র ভাইস প্রেসিডেস্ট নুরুন্নবি চৌধুরী (শাওন), ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (২) মো. আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, রিহ্যাব পরিচালক নাইমুল হাসান, প্রকৌশলী মো. আল আমিন, নজরুল ইসলাম দুলাল, মো. শাকিল কামাল চৌধুরী, লায়ন শরীফ আলী খান, প্রকৌশলী মহিউদ্দিন শিকদার, প্রদীপ কর্মকার, মোহাম্মদ আলী দিন, এএফএম ওবায়দুল্লাহ, সেলিম রাজা পিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ইএআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।