ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাউন্ট অ্যাডোরার সঙ্গে শাবিপ্রবির স্বাস্থ্যসেবা চুক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
মাউন্ট অ্যাডোরার সঙ্গে শাবিপ্রবির স্বাস্থ্যসেবা চুক্তি চুক্তি সই অনুষ্ঠানে অতিথিরা, ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালের সঙ্গে চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন এবং মাউন্ট অ্যাডোরা হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ডা. মো. নজরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, সুরমা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান ডা. এমএ আহবাব, ডা. সৈয়দ মাহমুদ হাসান প্রমুখ।

চুক্তি অনুযায়ী হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যেকোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে ২৫ শতাংশ এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ১০ শতাংশ ছাড়ের সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।