ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শুভাঢ্যা খাল রক্ষায় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
শুভাঢ্যা খাল রক্ষায় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে

কেরানীগঞ্জ (ঢাকা): পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল একটি ঐতিহ্যবাহী খাল। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই খালটি দখল ও দূষণমুক্ত করা হবে। খালটি রক্ষায় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের শুভাঢ্যা খালটি পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খালটি পুনঃখনন করে বুড়িগঙ্গা নদী ও ধলেশ্বরী নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে।

এছাড়া খালের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজকে আমরা খালের বর্তমান অবস্থা দেখে গেলাম অতিদ্রুতই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হবে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে খাল পরিদর্শনে আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।