ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে গাড়ির গ্যারেজে এডিস মশার লার্ভা, জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
সিলেটে গাড়ির গ্যারেজে এডিস মশার লার্ভা, জরিমানা

সিলেট: এডিস মশার লার্ভা পাওয়ায় সিলেটে দুই গাড়ির গ্যারেজকে জরিমানা ও একটির মালামাল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) নগরের ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কদমতলী এলাকায় অভিযান চালায় সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

অভিযানে তিনটি গাড়ির গ্যারেজের মধ্যে ঢাকা মোটরসকে ৫০ হাজার টাকা, কাকলি মোটরসকে ১০ হাজার টাকা জরিমানা ও ভাই ভাই মোটরসের মালামাল জব্দ করা হয়।

সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেন, ওই গ্যারেজগুলোর সামনে টায়ার ফেলে রাখায় এডিস মশার প্রজনন ঘটে। যে কারণে দুই গ্যারেজকে জরিমানা ও একটির মালামাল জব্দ করা হয়।  

তিনি বলেন, এর আগে সচেতনতার লক্ষ্যে এখানকার ব্যবসায়ীদের নিয়ে সভা করা হয়। কিন্তু বৃহস্পতিবার সিসিকের অভিযানে ফের এডিস মশার লার্ভা পাওয়া যায়।  
 
অভিযানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।