ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মতিউর রহমান ফরাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মতিউর একই গ্রামের বাসিন্দা।

গজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মশিউর রহমান বালু বাংলানিউজকে জানান,  সকালে বৃষ্টির মধ্যে গ্রামের ছত্তার গাজী বাড়ির পূর্ব-দক্ষিণ পাশের বিলের ধারে জমিতে ধানের বীজ বপন করছিলেন মতিউর। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার মোর্শেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।