ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত জুনাইদ মিয়া (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল আলম খান বাংলানিউজকে বিষয়টি জানান।

জুনাইদ মাধবপুর উপজেলার কশিন নগরের আশরাফ উদ্দিনের ছেলে।

এরআগে, বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাউছার নগর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক কাশিননগর গ্রামের আউয়াল মিয়ার ছেলে আশিক মিয়া (২৭)। এছাড়াও আহত হন দুই আরোহী জুনাইদ মিয়া এবং একই গ্রামের এলাছ মিয়ার ছেলে সুমন মিয়া। তাদের উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় জুনাইদ মারা যান। এছাড়া সুমনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।