ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে বিআইডব্লিউটি-এর উদ্যোগে রক্তদান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
বরিশালে বিআইডব্লিউটি-এর উদ্যোগে রক্তদান কর্মসূচি

বরিশাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে বরিশালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বরিশাল নগরের বান্দরোডস্থ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে (ডিইপিটিসি) এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বরিশাল নৌ-বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. আজমল হুদা মিঠু সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইপিটিসি-এর অধ্যক্ষ ক্যাপ্টেন জি এ এম আলী রেজা, বিআইডব্লিউটি-এর উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, নির্বাহী প্রকৌশলী মামুন অর রশিদ প্রমুখ।

কর্মসূচির সহযোগিতায় ছিল মেডিসিন ক্লাবের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট।

স্বেচ্ছায় রক্তদানের এ কর্মসূচিতে বিআইডব্লিউটিএ-এর ৭০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

বাংলা‌দেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।