ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে পৃথক বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ফরিদপুরে পৃথক বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের তিন উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের দিকে নগরকান্দা, সালথা ও আলফাডাঙ্গা উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সালথা উপজেলার কাগদি স্বজনকান্দা গ্রামের ইদ্রিস মোল্যার স্ত্রী হাসি বেগম (৪৫), বাতা গ্রামের ইসমাইল মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (৪৭), নগরকান্দা উপজেলার দক্ষিণ বিলনালিয়া গ্রামের পাচু বেপারীর ছেলে ইমরান বেপারী (২২) ও আলফাডাঙ্গার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামের সিরাজ শরীফের ছেলে হাফিজুর রহমান।

    

মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্যা বাংলানিউজকে জানান, দুপুরে হাসি বেগম তার রান্না ঘরে কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে রান্না ঘরের ওপর বজ্রপাতে তার মৃত্যু হয়।  অন্যদিকে, বৃষ্টির মধ্যে বিল্লাল বাড়ির পাশে পাট ক্ষেতে কাজ করার সময় ও ইমরান নদীতে পাট ধোয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তারেদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু বাংলানিউজকে জানান, হাফিজুর আলফাডাঙ্গার দিগনগর গ্রামে দিনমজুরের কাজ করতে গিয়ে বজ্রাহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।