ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর রক্তদান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর রক্তদান কর্মসূচি রক্তদান কর্মসূচি। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের ভিআইপি লাউঞ্জে কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের সার্বিক তত্ত্বাবধানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, চিকিৎসা কর্মকর্তা ডা. মো. জাকিরুল হাসান, মেডিক্যাল এড. আব্দুল্লাহ, সিবিএ সভাপতি সিদ্দিকুর রহমান, ফ্লোটিং ওয়ার্কার্সের সেক্রেটারি আলাউদ্দিন প্রমুখ।

সহযোগিতায় ছিল সন্ধানী ঢাকা মেডিক্যাল কলেজ ইউনিট।

চিকিৎসা কর্মকর্তা ডা. মো. জাকিরুল হাসান বলেন, দুপুর ১২টা পর্যন্ত অর্ধশতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। বিকেল পর্যন্ত রক্তদান কর্মসূচি চলবে। আশা করছি শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।