bangla news

খাগড়াছড়ির ৩ এলাকা থেকে ছড়াচ্ছে ডেঙ্গু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২২ ২:২৭:১৬ পিএম
হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: কমছে না ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। এতদিন ঢাকায় থাকা অবস্থায় আক্রান্ত হলেও এখন স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও  আটজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। যাদের অধিকাংশ স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

মূলত খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুর, পানখাইয়াপাড়া ও মধুপুর এলাকার বাসিন্দারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি।
 
এ নিয়ে ১২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হলেও তার মধ্যে ২৩ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে ৪০ জন স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বাকিরা ঢাকায় থাকা অবস্থায় এ রোগে আক্রান্ত হন।
 
তবে এতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তারা বাড়ির আশপাশ পরিষ্কার রাখার কথা বলেছেন।
 
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা বলেন, এখন শনাক্ত হওয়া অধিকাংশ স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে স্থানীয়দের পাশাপাশি জনপ্রতিনিধি ও পৌরসভাকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এডি/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   খাগড়াছড়ি ডেঙ্গু
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-22 14:27:16