ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেরপুরে বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
শেরপুরে বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা

শেররপুর: শেরপুরে ফরিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে শেরপুর পৌর এলাকার গৌরিপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদা ওই এলাকার মৃত আব্দুস সালামের স্ত্রী।

নিহতের ছেলে শামীম হোসেন জানান, প্রতিদিনের মতো তার মা ফরিদা বেগম বাসায় একা অবস্থান করছিল। নিহতের নাতি শিহাব রাতে বাড়ি ফিরে অনেকক্ষণ ডাকাডাকি করলেও গেইট না খোলায় পাশের বাড়ি থেকে হাতুড়ি নিয়ে এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে দাদিকে দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধার গলাকাটা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।  

ঘটনার পর শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে এ ঘটনায় ইতোমধ্যে পিবিআইয়ের সহযোগিতা নিয়ে অধিকতর তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতের নাতি শিহাব বাংলানিউজকে বলেন, আমি শেরপুরে একটি মোটরসাইকেল শো-রুমে কাজ শেষে বাসায় যাই। এ সময় ঘরে সামনে গিয়ে দরজা খোলার জন্য দাদিকে ডাকাডাকি করি। কিন্তু দাদী দরজা না খোলায় পাশের বাসা থেকে হাতুড়ি এনে তালা ভেঙে ভেতরে ঢুকে দাদীকে গলাকাটা অবস্থায় পায়। আমি অনেক চিৎকার করি পরে আশপাশের লোকজন আসে। আমি আর কিছু জানি না।  

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, কে বা কারা বৃদ্ধার গলা কেটে রেখেছে। আমরা ঘটনা উদঘাটনের চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।