ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এখনও পর্যন্ত মিয়ানমারে ফিরতে রাজি নয় রোহিঙ্গারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এখনও পর্যন্ত মিয়ানমারে ফিরতে রাজি নয় রোহিঙ্গারা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম

ঢাকা: দীর্ঘ আলোচনা, আন্তর্জাতিক হস্তক্ষেপের পর বৃহস্পতিবার (২২ আগস্ট) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মিয়ানমারে ফিরতে কোনো রোহিঙ্গা রাজি হয়নি বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম।

রোহিঙ্গারা রাজি না হওয়ায় প্রত্যাবাসন শুরু হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আবুল কালাম।

***সংশয় নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের অপেক্ষা

***প্রত্যাবাসন পর্যবেক্ষণে চীন-মিয়ানমারের ৩ কর্মকর্তা


বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।