ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেক হাসপাতালে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ঢামেক হাসপাতালে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন (৪০) নামে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

মৃত গিয়াসের মামা মো. নবী উল্লাহ বাংলানিউজকে জানান, তার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।

এলাকায় ইট পাথরের ব্যবসা করতেন তিনি। গত দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন গিয়াস। পরে তার রক্ত পরীক্ষা-নিরীক্ষা করলে তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। বুধবার (২১ আগস্ট) দিনগত রাতে তাকে চাঁদপুর থেকে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলানিউজ জানান, হাসপাতালে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার জ্বরসহ আরও কিছু সমস্যা ছিল। ডেঙ্গু জ্বরেই তার মৃত্যু হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য কিছু নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।